দেশ ব্রেকিং নিউজ

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা জেপি নাড্ডার!

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন জেপি নাড্ডা। সূত্রের খবর, তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। ২০১২ সালে, হিমাচল প্রদেশ থেকে প্রথমবার রাজ্যসভার সদস্য হয়েছিলেন জেপি নাড্ডা। ২০১৮ সালেও একই রাজ্য থেকে রাজ্যসভায় গিয়েছিলেন তিনি। সদ্য সমাপ্ত রাজ্যসভা নির্বাচনে গুজরাত থেকে বিজেপির টিকিটে তৃতীয়বারের জন্য রাজ্যসভার সদস্য মনোনীত হন তিনি।

সামনেই লোকসভা নির্বাচন। প্রথম দফার প্রার্থী তালিকা বের করেছে বিজেপি। তার মধ্যেই জগৎপ্রকাশ নাড্ডার পদত্যাগের খবরে নানারকম শুরু হয়েছে জল্পনা। বর্তমানে নাড্ডা নিজের রাজ্য হিমাচল থেকে নির্বাচিত সাংসদ। আগামী এপ্রিলে সেই মেয়াদ শেষ হচ্ছে। আবার গুজরাত থেকেও রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। যেহেতু দুই রাজ্য থেকে একই পদে থাকা সম্ভব নয়, তাই গুজরাত থেকে নির্বাচিত রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নেওয়ার আগে আগের পদে ইস্তফা দিলেন তিনি।