সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার সফরের আগেই আক্রান্ত হলে ডায়মন্ডহারবার টাউনের বিজেপি মণ্ডল সভাপতি সুরজিৎ হালদার। বৃহস্পতিবার সকালে তাঁর উপরে তৃণমূল কর্মীরা আক্রমণ চালায় বলে অভিযোগ। তার জেরে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারে যাচ্ছিলেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। সেখানে তাঁর বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। আজ তাঁর বাংলা সফরের শেষদিন। কিন্তু নাড্ডা ডায়মন্ডহারবারে পৌঁছনোর আগেই কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ডহারবার রোডের মোড়ে মোড়ে চলছে তৃণমূলের সভা। সেখানেই যাওয়ার পথে জেপি নড্ডার কনভয় অবরোধ করা হয়। কনভয়ে বেশকিছু গাড়ির কাচ ভাঙা হয়েছে।
বুধবার তাঁর বাংলা সফরের প্রথমদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক বলে পরিচিত ভবানীপুরে কর্মসূচি ছিল তাঁর। আজ মুখ্যমন্ত্রীর ভাইপো, সাংসদ, যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারে তাঁর কর্মসূচি। ওই এলাকা অভিষেকের লোকসভা নির্বাচনী কেন্দ্র। বিজেপি’র অভিযোগ, জেপি নাড্ডা সড়কপথে ডায়মন্ডহারবার আসছেন বলে রাস্তার বিভিন্ন মোড়ে বিজেপি’র পতাকা লাগানো হয়েছিল। অনেকে বিজেপি’র সর্বভারতীয় সভাপতিকে দেখবেন বলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তৃণমূল কর্মীরা সেই সমস্ত পতাকা খুলে নেওয়ার পাশাপাশি বিজেপি’র কর্মী–সমর্থকদের মারধর করছে। হটুগঞ্জের মোড়ে তৃণমূলের মিছিলের জেরে অবরুদ্ধ হয়েছে এলাকা।
হটুগঞ্জেও চলছে তৃণমূলের অবরোধ বিক্ষোভ। অবরোধের জেরে ১১৭ নম্বর জাতীয় সড়কে এই মুহূর্তে যান চলাচল বন্ধ। কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় পথ অবরোধ করেছে তৃণমূল যুব কংগ্রেস। বিজেপি’র সর্বভারতীয় সভাপতি এখানে আসার আগেই নেতা–কর্মীদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। আসলে চারিদিকে আতঙ্কের পরিবেশ তৈরি করে সবাইকে ভয় দেখাতে চাইছে শাসকদলের সদস্যরা।
এদিকে জেপি নাড্ডার কনভয়ে বিভিন্ন গাড়িতে রাস্তা থেকে ইট ছোড়া হয়। পূর্ব পরিকল্পিতভাবে হামলা বলে অভিযোগ বিজেপি’র। বিজেপি সভাপতি জেপি নাড্ডা ডায়মন্ডহারবারে যাচ্ছেন। শিরাকোলের কাছে দফায় দফায় তাঁর কনভয় আটকানো হল। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
অন্যদিকে মুহূর্মুহূ ইটবৃষ্টিতে ভাঙল পুলিশের গাড়ির কাচও। এদিন সকালে ডায়মন্ডহারবারে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন বিজেপি’র ডায়মন্ডহারবার টাউন সভাপতি সুরজিত্ হালদার সহ দু’জন। ইতিমধ্য়েই জেপি নড্ডার নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
