প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে বিজেপি ছাড়ার কথা জানালেন অভিনেতা জয় ব্যানার্জি। দু’বছর ধরে জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও সেই ভাবে কাজের সুযোগ পাননি তিনি। সেই অভিমানে মোদিকে চিঠি দিয়ে জানিয়েছেন খুব শীঘ্রই বিজেপি ছাড়তে চান তিনি।
মোদিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটি সংক্ষিপ্ত চিঠি লিখে জানিয়েছেন তার আক্ষেপের কথা। স্মৃতির পাতায় বারবার ফুটে উঠেছে তার অভিমান। ২০১৪-র আগে থেকে বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন। ২০১৭ সাল থেকে জাতীয় কর্মসমিতির সদস্য, তবুও তেমন কোনো ভালো কাজ করার দায়িত্ব পাননি। এমনকী, অসুস্থ হওয়ার পর দলের তরফে কোনও সাহায্য পাননি বলেও জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, রাজীব ব্যানার্জি বিজেপিতে যোগদানের পর জাতীয় কর্মসমিতির সদস্যপদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। নরেন্দ্র মোদির সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও সাক্ষাতের সময় পাওয়া যায়নি। প্রতিবারই তাঁকে না বলে দেওয়া হয়েছে, এমন আক্ষেপও করেছেন জয়।