দেশ লিড নিউজ

যোগী রাজ্যে ফের গুলিতে নিহত সাংবাদিক!‌

জুলাই মাসের শেষদিকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে দুই মেয়ের চোখের সামনে প্রকাশ্য রাস্তায় সাংবাদিক বাবাকে গুলি করে হত্যা করেছিল দুষ্কৃতিরা। এবার আগস্ট মাসেও উত্তরপ্রদেশে ফের গুলিতে খুন হয়ে গেলেন এক সাংবাদিক। এই ঘটনায় প্রবল চাপে পড়েছে যোগী–রাজ্যের প্রশাসন। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কী করে বারবার একই রাজ্যে এমন ঘটনা ঘটছে?‌ তাহলে কী শাসকদলের বিরুদ্ধে লেখার জন্য প্রাণ দিতে হচ্ছে?‌ উত্তর খুঁজছে মানুষ।
জুলাই মাস পেরোতেই এবার বালিয়া জেলায় একই কায়দায় গুলি করে খুন করা হল একটি হিন্দি নিউজ চ্যানেলের সাংবাদিককে। পুলিশ সূত্রে খবর, নিহত সাংবাদিকের নাম রতন সিং। বলিয়ার ফেফানায় তাঁকে গুলি করে খুন করা হয়। রতন সিং (৪৫) একটি হিন্দি নিউজ চ্যানেলের সাংবাদিক ছিলেন। সোমবার রাতে বলিয়ার ফেফানা এলাকায় গুলিতে তিনি নিহত হন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই তদন্ত কতদূর হবে তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষ। কারণ আগের ঘটনার তদন্ত প্রক্রিয়া প্রায় ধামাচাপা পড়ে গিয়েছে।
পুলিশের দাবি, হত্যাকারীরা ওই সাংবাদিকের সঙ্গে ছিল। কোনও কারণে ওই সাংবাদিকের সঙ্গে তার বচসা বাধে। উত্তপ্ত কথা কটাকাটির সময় রতন সিংকে গুলি করা হয়। পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত চলছে। তাহলে কী ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতেই পুলিশ এইসব কথা বলছে?‌ সাংবাদিকের সঙ্গে দুষ্কৃতি থাকবে কেন?‌ পুরনো শত্রুতার কথা পুলিশ বলছে কী করে?‌ এই সব প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে একমাসের মধ্যে এটি দ্বিতীয় সাংবাদিক হত্যার ঘটনা। এর আগে ২২ জুলাই গাজিয়াবাদে সাংবাদিক বিক্রম জোশী নিহত হন। ভাইঝিকে উত্ত্যক্ত করা নিয়ে থানায় অভিযোগ করেছিলেন বিক্রম। তার জেরেই তাঁকে তাঁর দুই মেয়ের সামনে গুলি করে হত্যা করা হয়। যোগী শাসনে উত্তরপ্রদেশে গুন্ডারাজ চলছে বলে বিরোধীরা সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে মন্তব্য করেন।