A journalist died of fever, cold, cough and shortness of breath in a lock in Satkhira. The health department has collected samples from the deceased and two members of his family. Everyone in the house has been asked to stay in quarantine.
বাংলাদেশ

সাতক্ষীরায় করোনা আক্রান্ত সাংবাদিকের মৃত্যু

সাতক্ষীরার তালায় জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে এক সাংবাদিকের মৃত্যু হল। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মৃত ব্যক্তি ও পরিবারের দু’‌জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাড়ির সবাইকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এই নিয়ে সাতক্ষীরায় জ্বর–সর্দির উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হল। তার মধ্যে মৃত তিনজন–সহ তাদের পরিবারের লোকজনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
বৃহস্পতিবার সাতক্ষীরার সিভিল সার্জন জয়ন্ত সরকার জানান, ৩৪২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৮৯ জনের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। মৃত ব্যক্তি ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকার তালা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। কিছুদিন ধরে তিনি জন্ডিসে ভুগছিলেন।
জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুরের পর ওই সাংবাদিক তালা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে। তিনি জন্ডিস বা অন্য কোনও রোগে ভুগছিলেন,এমন তথ্য মেলেনি। তাঁকে ভর্তি করে চিকিৎসা করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যেতে পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি সাতক্ষীরায় না গিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে চিকিৎসার জন্য যান। সেখান থেকে বাড়ি ফিরে মারা যান।