দীর্ঘ অপেক্ষার পর এবার বেহালা বাসির জন্য সুখবর। চলতি মাসের ১৭ তারিখ অর্থাৎ শনিবারই উদ্বোধন হতে চলেছে জোকা তারাতলা মেট্রোর। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে উদ্বোধনের দুই-একদিনের মধ্যেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মেট্রো।
সম্প্রতি, জোকা-তারাতলা মেট্রোর নিরাপত্তা খতিয়ে দেখতে জোকা মেট্রো স্টেশনে এসেছিলেন উত্তরপূর্ব সীমান্ত রেলের সেফটি কমিশনার লতিফ খান। সেসময় কন্ট্রোল রুম থেকে শুরু করে মেট্রোর লাইন এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা পুরোটাই খতিয়ে দেখেন সেফটি কমিশনার। জোকা থেকে তারাতলা পর্যন্ত ছয়টি স্টেশন রয়েছে। প্রত্যেকটি স্টেশনে গিয়ে যাত্রী নিরাপত্তা থেকে অতি নিরাপত্তা ব্যবস্থা পুরোটাই খতিয়ে দেখেন তিনি।
প্রসঙ্গত, পুজোর আগেই জোকা থেকে তারাতলা পর্যন্ত মোট সাড়ে ৬ কিমি পথে ট্রায়াল রান হয়ে গিয়েছিল। তারপর থেকেই সেফটি কমিশনারের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল এই রুট। জোকা-তারাতলা সাড়ে ছ’কিলোমিটার দূরত্বে রয়েছে জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা এই ছ’টি স্টেশন। কলকাতা মেট্রোর লাইন-থ্রি বা জোকা-ধর্মতলা রুটের ১৪ কিলোমিটারের মধ্যে সাড়ে ছ’ কিলোমিটারের রুট ফেজ-ওয়ানে এই ভাবেই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে প্রকল্প নির্মাণের ভারপ্রাপ্ত সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের।