রাজ্য

মেট্রোর ট্র্যাক বসানোর কাজ শুরু

কলকাতার মেট্রো রেলের ইতিহাসে আরও এক পালক যোগ হতে চলেছে এই জোকা–এসপ্লানেড মেট্রো করিডোর। ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর আচমকাই মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থমকে যায় মেট্রো রেলের কাজ। তাই ২০১৯ সালে শেষ হওয়ার কাজ পিছিয়ে যায়। অবশেষে ফের শুরু হল জোকা–এসপ্ল্যানেড মেট্রো করিডোরের কাজ। শুরু হয়েছে ট্র্যাক বসানোর কাজ।
এই প্রকল্পের দায়িত্বে থাকা রেল বিকাশ নিগম লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারাতলা পর্যন্ত ট্র্যাক বসানোর কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে। বর্তমানে জোকায় ট্র্যাক বসানো শুরু করেছে আরভিএনএল। সবদিক পরিকল্পনামাফিক চললে ২০২১ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে এলিভেটেড স্ট্রেচের কাজ শেষ হবে বলেও জানিয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড।
রেল বিকাশ নিগম লিমিটেডের এক ইঞ্জিনিয়ার জানান, বালাস্টলেস টেকনলজির সাহায্যে নতুন রেল ট্র্যাকে বর্তমানের চেয়ে আরও বেশি দ্রুত গতিতে ছুটতে পারবে মেট্রো রেল। যদিও মেট্রোর পরিকল্পনা বিশেষ কিছু পরিবর্তন হয়নি, তবে শুরুতে বিবিডি বাগ পর্যন্ত লাইন বিস্তৃত করার ভাবনা থাকলেও নতুন পরিস্থিতিতে সেটি শেষ করে দেওয়া হচ্ছে এসপ্ল্যানেডেই।
জানা গিয়েছে, এই মেট্রো করিডোরের সিটি সেন্টার–২ থেকে এয়ারপোর্ট পর্যন্ত ৩.৬ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত মেট্রো পথের জন্য এই ৫২৭ কোটি টাকা অনুমোদন করেছে রেলবোর্ড। ভিআইপি রোডের পাশ দিয়ে এয়ারপোর্ট অথরিটির জমিতে ফ্লাইওভার তৈরি করে এবার এই পথে ছুটবে মেট্রো রেল। স্টেশনে ঢোকার আগে ট্রেন পাতালে প্রবেশ করবে। এই এয়ারপোর্ট স্টেশন থেকেই মেট্রোর আরও একটি লাইন যাবে নোয়াপাড়া–এয়ারপোর্ট মেট্রোর দিকে।