রবিবার হতে চলেছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। আর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরীক্ষার্থীদের সুবিধার্থে, একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের। ট্রেনটি পাটনা এবং হাওড়ার মধ্যে চলবে। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় রবিবার জয়েন্ট পরীক্ষার জন্য বিশেষ এক্সপ্রেস ট্রেন চালানো হবে। জানানো হয়েছে, পাটনা এবং হাওড়ার মধ্যে বিশেষ একটি এক্সপ্রেস ট্রেন চালানো হবে। ট্রেনটি শনিবার দুপুর দুটো নাগাদ পাটনা ছেড়ে ওইদিনই রাত এগারোটা পঁয়তাল্লিশে হাওড়া পৌঁছাবে।
রাত এগারোটায় পাটনার উদ্দেশ্যে একটি পরীক্ষা স্পেশাল ট্রেন চলবে। পৌঁছাবে রবিবার সকাল দশটা নাগাদ। যাত্রাপথে ব্যান্ডেল, বর্ধমান, ঝাঁঝা, বক্তিয়ারপুর, মধুপুর, আসানসোল, দুর্গাপুর ইত্যাদি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি।
এই বিশেষ ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। ০৩২৫২ হাওড়া-পাটনা পরীক্ষার বিশেষ টিকিটের বুকিং সাধারণ ভাড়া ছাড়াও পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে বিশেষ চার্জ পাওয়া যাবে। রেয়াতি বুকিং অনুমোদিত হবে না। এছাড়াও তৎকাল কোটা পাওয়া যাবে না। তাছাড়া রাজ্যে শিয়ালদা শাখায় সেদিন সমস্ত লোকাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেল। রবিবার শিয়ালদা শাখায় যে লোকাল ট্রেন গুলি বাতিল থাকে সকাল সাড়ে আটটা থেকে বিকেল ছটা পর্যন্ত সমস্ত ট্রেনই চলবে।