দেশ ব্রেকিং নিউজ

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে?

পিছিয়ে গেল রাজ্যের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা। ১১ জুলাইয়ের বদলে পরীক্ষা হবে ১৭ জুলাই। পরীক্ষা হবে অফলাইনে। ফলাফল প্রকাশিত হবে ১৪ আগস্টের মধ্যে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিন দফায় কাউন্সেলিং শেষ করা হবে। বুধবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়ে দিলেন রাজ্যের জয়েন্ট এন্ট্রাস বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা।

করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার নিয়মেও কিছু বদল হল। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এই বছর ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী এই পরীক্ষা দেবেন। তাঁদের জন্য ২৭৪টি পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের বাড়ির কাছে সেন্টারে পরীক্ষা দেওযার ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালে কোভিড–১৯ সংক্রমণ শুরুর আগেই পরীক্ষা নিয়েছিল জয়েন্ট বোর্ড। সাধারণত পরীক্ষা নেওয়া হয় এপ্রিল মাসে। ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচারে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। প্রত্যেক বছর রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু আসন খালি থেকে যায়। সেই সমস্যা মেটাতে গতবছর এপ্রিল মাসের পরিবর্তে উচ্চমাধ্যমিকের আগেই ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া হয়েছিল। চলতি বছরে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। তাই এপ্রিল থেকে পিছিয়ে জুলাই মাসে পরীক্ষা নিতে চেয়েছিল বোর্ড।