দেশ ব্রেকিং নিউজ

এক ডোজেই কাত করোনা

ভারতের ঝুলিতে আরও একটি ভ্যাকসিন। অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসন করোনা টিকা। এই টিকার বিশেষত্ব হল এটি সিঙ্গল ডোজ ভ্যাকসিন নিলেই করোনা থেকে সুরক্ষা মিলবে। এই নিয়ে ভারতে মোট পাঁচটি ভ্যাকসিন জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি পেল কেন্দ্রের কাছ থেকে। করোনার তৃতীয় ঢেউয়ের আগে দেশে নয়া টিকা আসা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শনিবার স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, জরুরি ব্যবহারের জন্য জনসন অ্যান্ড জনসনের প্রস্তুত টিকাকে ভারতে ব্যবহারের ছাড়পত্র দিল কেন্দ্র। এই ভ্যাকসিনটি একটি সিঙ্গেল ডোজ ভ্যাকসিন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইট করে লেখেন, ‘‌ভারতের ভ্যাকসিনের ঝুড়িতে নতুন সংযোজন! জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা টিকাকে ভারতে জরুরিভিত্তিতে প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে ভারতে জরুরিভিত্তিতে প্রয়োগের জন্য ৫টি ভ্যাকসিন রয়েছে। এর ফলে করোনার বিরুদ্ধে ভারতের যুদ্ধ আরও শক্তিশালী হবে।’‌ আগেই ভারতে জরুরি ভিত্তিতে করোনা টিকা ব্যবহার করার ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল মার্কিন এই সংস্থা। জনসন অ্যান্ড জনসন আগেই দাবি করেছিল, ক্লিনিক্যাল ট্রায়ালে টিকার ৮৫ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে। সেই ভিত্তিতেই ভারতে আবেদন করেছিল সংস্থাটি। ভারতে এখন পাঁচটি বিদেশি ভ্যাকসিন চলছে।
অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকরী এই ভ্যাকসিন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই আমেরিকায় জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি পেয়েছিল জনসনের টিকা। কোভিশিল্ড, কোভ্য়াক্সিন, স্পুটনিক ভি ও মডার্নার ভ্যাকসিনে অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়ার কাজ শেষ করতে চাইছে। সেই লক্ষ্য মাত্রা পূরণ করতে হলে দৈনিক টিকাকরণের হার আরও বাড়াতে হবে দেশে, এমনটি জানিয়েছিল স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনসন অ্যান্ড জনসনের আবেদনের পর সেই বিষয়টি ভেবে দেখা হয়।