আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

জো বাইডেনের অস্ট্রেলিয়া সফর বাতিল

আসন্ন অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনি সফর বাতিল হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। বাইডেনের অস্ট্রেলিয়া সফর বাতিল হওয়ার কারণে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াড জোটের বৈঠকও বাতিল করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্ভাব্য ঋণ সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি সেক্রেটারি তথা অর্থমন্ত্রী বারবার এ বিষয়ে সতর্ক করে বলেছেন, ১ জুনের আগে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ঋণ গ্রহণ সীমা না বাড়াতে পারলে দেশটি দেউলিয়া হয়ে যেতে পারে। কিন্তু বিষয়টি নিয়ে এখনও কোনও সমাধানে পৌঁছতে পারেনি মার্কিন কংগ্রেস। তাই বিষয়টি নিয়ে ১ জুনের আগেই সংশ্লিষ্ট সবার সঙ্গে অধিকতর আলোচনা করতেই অস্ট্রেলিয়া সফর বাতিল করেছেন বাইডেন।

মার্কিন কংগ্রেসকে অ্যামেরিকার ঋণের সীমা বাড়াতে হবে। তা না করলেও ১ জুন থেকে আমেরিকা ৩১.৪ ট্রিলিয়ন ডলারের ঋণখেলাপি হয়ে যাবে। মার্কিন সরকার যদি তাদের দায়বদ্ধতা পুরো না করতে পারে, তাহলে আন্তর্জাতিক আর্থিক ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেবে। জি-৭ বৈঠকের পর বাইডেন কোয়াড বৈঠকেও যোগ দেবেন , এমনটাই ঠিক হয় কোয়াড মানে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের মঞ্চ। মূলত চিনের বাড়বাড়ন্ত ঠেকানোর জন্যই এই মঞ্চ তৈরি হয়েছে। বাইডেন ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করে জানিয়েছেন, তিনি যেতে পারবেন না।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারত ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পরে তিনি একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, বাইডেন এরপর প্রথম সুযোগেই অস্ট্রেলিয়া আসবেন।