আন্তর্জাতিক

‘আফগান সেনাকেই লড়তে হবে’, বললেন জো বাইডেন

আফগানিস্তানে শহর দখল করছে তালিবান। ইতিমধ্যেই দেশের ৬৫ শতাংশ দখল করেছে তালিবানিরা। এই পরিস্থিতিতে আফগান প্রশাসনকে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শই দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাঘলানের রাজধানী পুল–ই–খুমরি দখল নেয় তালিবানিরা, এই নিয়ে সাতটি প্রাদেশিক রাজধানী দখল নিল সন্ত্রাসবাদী সংগঠন। পিছু হটেছে আফগান সেনাও।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই শক্তি প্রদর্শন করছে তালিবান। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘‌আফগান নেতাদের একজোট হতেই হবে। আফগান সেনার সংখ্যা তালিবানদের তুলনায় অনেক বেশি এবং তাদের নিজেদের জন্য ও দেশের জন্য লড়াই চালাতেই হবে।’‌
সেনা প্রত্যাহার নিয়ে তিনি জানান, এই সিদ্ধান্তে কোনও ভুল নেই। বিগত ২০ বছর ধরে আফগানিস্তানে সেনা মোতায়েনের জন্য প্রায় ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি অর্থ খরচ হয়েছে। কয়েক হাজার সেনাকেও হারাতে হয়েছে। তাই চুক্তি মতোই সেনা প্রত্যাহার করা হচ্ছে। তবে আমেরিকার তরফে আকাশপথে সহায়তা, খাদ্য ও অন্যান্য সহায়তা জারি রাখা হবে।

উল্লেখ্য, আফগানিস্তানের ৬৫ শতাংশ সম্পূর্ণ দখল নিয়েছে তালিবানিরা। ইতিমধ্যেই কাবুলের দিকেও এগোচ্ছে তারা। তালিবান জঙ্গিদের ঠেকাতে আপাতত এয়ারস্ট্রাইকেই ভরসা রাখছে আফগান সেনা। মার্কিন সেনার সহায়তায় তারা তালিবান ঘাঁটিগুলির উপরে ক্রমাগত এয়ার স্ট্রাইক চালাচ্ছে।