Joe Biden has been officially announced as the Democrat's final candidate in the upcoming US presidential election. Democrats announced it.
আন্তর্জাতিক

জো বিডেনকে পদপ্রার্থী ঘোষণা ডেমোক্র্যাটদের

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের চূড়ান্ত পদপ্রার্থী হিসেবে জো বিডেনের আনুষ্ঠানিক ঘোষণা করা হল। ডেমোক্র‌্যাটরা তা ঘোষণা করল। কিন্তু আজকের আনন্দের মধ্যে লুকিয়ে আছে কঠিন–অপ্রিয়–বেদনার চাপা কান্না। কারণ এই জো বিডেনের জীবনেই ঘটেছিল মর্মান্তিক ঘটনা। দুর্ঘটনায় প্রথম স্ত্রী ও মেয়েকে হারাতে হয়েছিল। পরে ছেলেও মারা যান মারণ রোগ ক্যান্সারে। কিন্তু তিনি দুঃখ বুকে চেপে রেখে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। খুঁজে নিয়েছিলেন নিজের সন্তানকে অন্যদের মধ্যেই। সিদ্ধান্ত নেন দেশটাকেও ঠিকভাবে গড়ে তুলবেন। আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের চূড়ান্ত পদপ্রার্থী হিসেবে জো বিডেনের নাম ঘোষণার মধ্যে দিয়ে সেই সুযোগ এসে গেল।
করোনা মহামারির মধ্যে অনলাইনে হওয়া এক কনভেনশনে ৫০টি প্রদেশ ও ৭টি এলাকা তাদের ভোটসংখ্যা উজাড় করে দেয়। সেখানেই শেষ সিলমোহর পড়ে যায় বিডেনের নামে। রাজনীতিবিদ, সাধারণ জনতা থেকে শুরু করে প্রাক্তন বিরোধীদেরও অনেকে সমর্থন করেন তাঁকে। আর বিডেনের প্রতিক্রিয়া ছিল, হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালবাসা।
একদিকে বিডেনের প্রশংসা অন্যদিকে রিপাবলিকান পদপ্রার্থী তথা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করা হয় এখানে। আর তার অন্যতম মুখ প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তাঁর কথায়, এই মুহূর্তে যেখানে করোনা মহামারী রুখতে ওভাল অফিসের কম্যান্ড সেন্টার হওয়ার কথা, সেখানে তা ঝড়ের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। তাও কার্যত ট্রাম্পের কারণে। দায়িত্ব নেওয়ার বদলে স্রেফ অন্যের ঘাড়ে দায় চাপানোয় বদ্ধপরিকর তিনি বলে কটাক্ষ ক্লিন্টনের। দেশের আকাশছোঁয়া বেকারত্বের জন্যও ট্রাম্পকে দায়ী করেন তিনি।