ব্রেকিং নিউজ রাজ্য

পিএসসি অফিসের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের

খাদ্য দপ্তরের ফুড সাব-ইন্সপেক্টরের শূন্যপদে নিয়োগের দাবিতে পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। বিক্ষোভকারীদের হটাতে ঘটনাস্থলে উপস্থিত হয় ডিসি সাউথ আকাশ মাঘারিয়া সহ একাধিক পুলিশ আধিকারিকরা। ঘটনায় ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় মুদিয়ালি এলাকায়। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। তাদেরকে চিকিৎসার জন্য ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও হয়। বিক্ষোভের জেরে মুদিয়ালি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, এদিন সকাল থেকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে জমায়েত হন বিক্ষোভকারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীদের একাংশ। পুলিশ এসে তাদের বোঝানোর চেষ্টা করলেও বিক্ষোভ অব্যাহত থাকে। চাকরির প্যানেলে নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান বিক্ষোভকারীরা। এরপরই ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ।

অন্যদিকে, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এ প্রসঙ্গে জানান, যতক্ষণ না পর্যন্ত খাদ্য দপ্তরের কাছে পিএসসি তাদের তালিকা পাঠাচ্ছে, ততক্ষণ খাদ্য দফতরের কোনও ভূমিকা নেই।

PSC অফিসের সামনে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘ছাত্র-ছাত্রীদের আন্দোলনে সহানুভূতি থাকলেও তারা যেহেতু বিষয়টি নিয়ে কোর্টে গেছে তাই খাদ্য দপ্তর সম্পূর্ণভাবে নির্ভর করতে চাইছে পিএসসির ওপরে।

পাশাপাশি, আন্দোলনরত ছাত্রছাত্রীদের আগামী দিনে কি হবে তার সম্পূর্ণ দায় পিএসসি-কে নিতে হবে বলেও জানান মন্ত্রী।