শুক্রবার বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। আবার ৮ জনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন অভিষেক। বৈঠক থেকে বেরিয়ে খুশি ও ভরপুর প্রশংসায় পঞ্চমুখ হলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের প্রতিনিধি শহিদুল্লাহ। আগামী ৮ আগস্ট আবার বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসবেন। এদিন সেই কথামতো বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও চাকরিপ্রার্থী আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়েছে ২০১৬ সালের প্রথম মেধা তালিকায় থাকা নবম ,দশম, দ্বাদশ, একাদশ শ্রেণীর সকল চাকরিপ্রার্থীদের প্রত্যেকের চাকরি যাতে হয় সে বিষয়ে চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই মুহূর্তে আন্দোলন প্রত্যাহার করা নিয়ে নিজেদের মধ্যে কোন আলোচনা হয়নি বলেও জানিয়েছেন এসএসসি চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে এসএসসি চাকরিপ্রার্থীদের বৈঠক চলাকালীন বাইরে ভিড় করেন টেট পরীক্ষার্থীরাও। আগামী ৮ই আগস্ট শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন আন্দোলনকারীরা।
অন্যদিকে এস এস সি-র আন্দোলন যারা করছেন তারা কেউই যাননি যুবরাজের সঙ্গে দেখা করতে। কিছু পেটোয়া লোককে নিয়ে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এস এস সি-র আন্দোলনকারীদের সঙ্গে তৃণমূলের সর্বোভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করা নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।