এবার রাজ্য সরকারের তরফে গ্রুপ সি-গ্রুপ ডি এবং একই ধরনের অন্যান্য চাকরির ক্ষেত্রে যাতে নতুন প্রজন্ম উত্তীর্ণ হতে পারে সেই জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। জানা যাচ্ছে, জানুয়ারি থেকে এই বিষয়টি চালু হবে। এরই পাশাপাশি, তফসিলি সম্প্রদায়ের পড়ুয়াদের সাহায্য করার জন্য এবার নতুন পদক্ষেপ গ্রহণ করল তৃণমূল সরকার।
রাজ্য সরকারের পক্ষ থেকে এর আগে তফসিলিদের শিক্ষা থেকে শুরু করে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। এবার তাঁদের উচ্চশিক্ষার বিষয়টি নিয়ে তৎপর হল রাজ্য সরকার।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, তফসিলি জাতি ও উপজাতির পড়ুয়ারা IIT-র মতো শিক্ষা প্রতিষ্ঠানে যাতে সুযোগ পেতে পারে সেই কারণে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে। আর এর জন্য বিশেষ প্রশিক্ষণ চালু করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সরকারের এই সিদ্ধান্তে খুশি নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা।