আর্থিক দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর তাঁর বেলেঘাটার বাড়িতে তল্লাশি চালায় ইডি। এরপরই উঠে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। শুধুমাত্র তাঁর বেলেঘাটার বাড়ি নয়, তাঁর শ্বশুরবাড়ি, শ্যালিকার বাড়িতেও দফায় দফায় তল্লাশি চালিয়ে একাধিক নথি উদ্ধার হয়েছে।
এবার সন্দীপ ঘোষের শ্যালিকার ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ২০০ পাতার পরীক্ষার উত্তরপত্রের কপি। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে টেন্ডারের কপি, দলিল, সম্পত্তির কাগজপত্রও। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ ইডি আধিকারিকদের। সূত্রের খবর, এই উত্তরপত্রের কপি নিয়ে আর্থিক লেনদেন হয়েছিল কি না ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে ইডি।এর আগে গত মঙ্গলবারই ক্যানিংয়ে সন্দীপ ঘোষের বাগানবাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ। ইডি সূত্রে খবর, এই ল্যাপটপেই রয়েছে দুর্নীতির নানা তথ্য। কেননা গুরুত্বপূর্ণ বেশকিছু ডিজিটাল নথি পেয়েছে তারা। টেন্ডার সংক্রান্ত নথি রয়েছে ল্যাপটপে। সেইসঙ্গে এক্সেল ফাইলে রয়েছে প্রচুর টাকার হিসেব।
প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরই হাসপাতালের একাধিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির দায়ের করা অভিযোগের ভিত্তিতে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি-সিবিআই।