জেলা

সোনারপুর থেকে গ্রেপ্তার জঙ্গি

ফের কলকাতার শহরতলি থেকে গ্রেপ্তার জেএমবি জঙ্গি। বিধানসভা নির্বাচনের আগে এই গ্রেপ্তার নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বাংলাদেশে এক অপহরণের ঘটনায় সোনারপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। উদ্ধার হয়েছেন অপহৃত। ধৃত অসমের নওগাঁর বাসিন্দা বলে জানা গিয়েছে। সোনারপুরের বৈদ্যপাড়া থেকে ওই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। ধৃত জেএমবি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মুক্তার হোসেন নামে ওই ব্যক্তি অসমের নওগাঁর বাসিন্দা।
ঘটনার সূত্রপাত গত ৭ মার্চ। ভারতের সীমান্তের কাছে এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসে নিখোঁজ হন বাংলাদেশের নেত্রকোণার বাসিন্দা মামনুর হোসেন নামে এক ব্যক্তি। ৮ মার্চ পরিবারকে জানানো হয়, অপহরণ করা হয়েছে তাঁকে। ১ কোটি টাকা মুক্তিপণ দিলে ছেড়ে দেওয়া হবে মামনুরকে। ১৩ মার্চ বাংলাদেশের এক ব্যক্তি তার ভাইয়ের নিখোঁজের অভিযোগ জানান পুলিশে। আতঙ্কে পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার।
তদন্তে নেমে বুধবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বৈদ্যপাড়া থেকে মুক্তার হোসেন নামে ওই জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার করা হয়েছে মামনুরকে। তাঁকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় আর কারা কারা যুক্ত, কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের জেএমবি জঙ্গিদের সেদেশে অপরাধ করে এসে পশ্চিমবঙ্গে আশ্রয় গ্রহণ নতুন নয়। খাগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে একাধিক ঘটনায় তার উদাহরণ মিলেছে। এবার বাংলাদেশিকে অপহরণ করে কলকাতার নাকের ডগায় এনে লুকিয়ে রাখার ঘটনা প্রকাশ্যে এল।