জেলা ব্রেকিং নিউজ

জেএমবি শীর্ষ নেতা গ্রেপ্তার

লকডাউনের সুযোগ নিয়ে রাজ্যে ঢুকে পড়েছিল জেএমবি নেতা। কিন্তু পুলিশের নজর এড়িয়ে সে গা ঢাকা দিতে পারেনি। মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে গ্রেপ্তার করা হয় জেএমবি’‌র শীর্ষ নেতাকে। ধৃতের নাম আবদুল করিম বলে পুলিশ সূত্রে খবর। একাধিক নাশকতার সঙ্গে যুক্ত থাকায় সে পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড ছিল। গোপন সূত্রে এই জঙ্গির কথা জানতে পেরেই অপারেশনে নামে পুলিশ এবং এসটিএফের যৌথ বাহিনী। তার পরেই পুলিশের জালে উঠে আসে এই মোস্ট ওয়ান্টেড।
এসটিএফ সূত্রে খবর, দেশের অন্যতম তিন মোস্ট ওয়ান্টেড জেএমবি জঙ্গির মধ্যে আবদুল করিম একজন। এই করিম এখানে গা ঢাকা দিয়ে থাকতে চেয়েছিল। বাংলাদেশেও তার অবাধ যাতায়াত ছিল বলে খবর। কিন্তু ওখানে তাড়া খেয়ে এখানে গা ঢাকা দিতে চেয়েছিল সে। কিন্তু বৃহস্পতিবার জঙ্গিপুর থেকে এসটিএফ ও জেলা পুলিশ একযোগে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, ২০১৮ সালে এনআইএ–এর জালে ধরা পড়েছিল ছোটো আবদুল করিম। ২০১৮ সাল থেকেই বড় আবদুল করিমের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন গোয়েন্দারা। এসটিএফ সূত্রে খবর, ধুলিয়ান মডিউলের প্রধান ছিল এই আবদুল করিম। বাংলাদেশ জঙ্গি সংগঠনের সঙ্গে ভাল যোগাযোগ ছিল তার। সালাউদ্দিনের মতো শীর্ষ জঙ্গি নেতাদের আশ্রয় দিত আবদুল করিম। এমনকী ছদ্মবেশে প্রয়োজনীয় সমস্ত রসদ ও তথ্য সরবরাহ করত বলে অভিযোগ। কলকাতা পুলিসের স্পেশ্যাল টাস্ক ফোর্স ২০১৮ সালে আবদুল করিমের বাড়িতে রেড করেছিল। তখন তার বাড়ি থেকে প্রচুর জেহাদি বই, বিস্ফোরক উদ্ধার করেছিল পুলিশ। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে সে যাত্রায পালিয়ে যায় বড় আবদুল করিম।