সতথ্যম্প্রতি কলকাতায় তিনজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল লালবাজারের গোয়েন্দারা। ধৃতদের নাম নাজিউর রহমান, সাব্বির ও রবিউল। জানা যাচ্ছে, ধৃত তিনজনের মধ্যে একজন প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি, পুলিশের ধারণা এদের মধ্যে আরও একজন প্রশিক্ষণ নিয়ে এসেছে বাংলাদেশ থেকে। এদের মধ্যে নাজিউর বাংলাদেশের হুদী জঙ্গিদলের এক নেতাকে অস্ত্র সরবরাহ করত বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। অপরদিকে সেখ সাকিল নামে এক জঙ্গি কলকাতায় নিজের কাজ করছিল। মূলত জঙ্গি দলে সদস্য বাড়ানোর দায়িত্ব ছিল ধৃতদের।
লালবাজার সূত্রে জানা যাচ্ছে ধৃত এই ৩ জন বাংলাদেশের মাস্টার জিয়া গোষ্ঠীর সদস্য ছিল। পুলিশ তদন্তে নেমে আরও জানতে পেরেছে যে, ধৃত ৩ জন বিগত কয়েক মাস ধরেই কলকাতায় বিভিন্ন জায়গায় ফেরিওয়ালা হিসেবে কাজ করছিল। এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করছিল। সম্ভবত কোনও বড় নাশকতার ছক ছিল তাঁদের। গোয়েন্দারা আরও জানতে পেরেছে এই তিনজন অন্তত ১৫ জনকে অবৈধভাবে ভারতে ঢুকিয়েছে। যারা কয়েকটি দলে ভাগ হয়ে জম্মু কাশ্মীর, ওড়িশা চলে যায়। একটি দল কলকাতায় লুকিয়ে আছে বলেই ধারণা লালবাজারের। আপাতত তিনজনকে হেফাজতে নিয়ে জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা।