দেশ লিড নিউজ

J&K Terrorist Killed: রাজৌরির সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, নিকেশ ৫ জঙ্গি, নিহত ২ সেনা জওয়ান

দফায় দফায় সেনা-জঙ্গি সংঘর্ষে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত উপত্যকা। জম্মু-কাশ্মীরের কুলগামে জোড়া এনকাউন্টারে নিকেশ ৫ জঙ্গি। প্রাণ হারিয়েছেন ২ জন জওয়ানও।

এদিকে, জঙ্গি নিকেশ অভিযানের মাঝেই রাজৌরি জেলায় সেনা ক্যাম্পের কাছেও কাছেও হামলা চালায় জঙ্গিরা। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজৌরি জেলার মাঞ্জাকোটে সেনা ক্যাম্পের কাছে গুলি চালানোর খবর পাওয়া গিয়েছে।

জঙ্গিরা মাঞ্জাকোটের ওই সেনা ক্যাম্পে রাতের অন্ধকারে হামলা চালানোর পরিকল্পনা করেছিল বলেই প্রাথমিক অনুমান সেনা আধিকারিকদের। সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে আহত হয় এক জওয়ান।