সারোগেসির মাধ্যমে ‘বাবা’ হলেন যিশু সেনগুপ্ত । আসলে যিশুর আপকামিং মুভির গল্প এটি। সিঙ্গল ফাদারের কাহিনি নিয়ে আসছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ছবি ‘বাবা ও বেবি’ । সদ্যই এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে । একজন মায়ের আত্মত্যাগ তার ভালোবাসার কথা অনেক জায়গাতেই বলা হয় । কিন্তু সন্তানের জীবনের আর এক গুরুত্বপূর্ণ অঙ্গ বাবা তার কথা কোথাও উল্লেখ থাকে না । সন্তানে বড় হওয়ার নেপথ্যে তাঁর অবদানও কোন অংশে কম নয় । এমনই এক বাবার গল্প সিনেমার মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায় ।
‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমায় মহিলা পুরোহিতের বিপ্লবের কাহিনি তুলে ধরেছিলেন পরিচালক অরিত্র । এই গল্পের কেন্দ্রবিন্দু সিঙ্গল ফাদার মেঘ । ৪০ বছর বয়সে সারোগেসির মাধ্যমে দুই সন্তানের বাবা হয় মেঘ । সন্তানদের সামলানো মোটেও সহজ কাজ ছিল না । তবে পরিবার, বন্ধুদের সঙ্গে মিলে দিব্যি চলছিল সবকিছু । এমন সময় মেঘের জীবনে আসে বৃষ্টি । কিন্তু বাচ্চা তার একদমই অপছন্দ । এর পরের কাহিনী জানতে হলে দেখতেই হবে ‘বাবা ও বেবি’ ।
এই ছবির গল্প ও চিত্রনাট্য জিনিয়া সেনের । সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় । ছবির চিত্র পরিচালক শুভঙ্কর ভড় । আর সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন অমিত-ঈশান এবং চমক হাসান । ছবিতে এই প্রথবার যিশুর বিপরীতে কাজ করছেন শোলাঙ্কি রায় । এছাড়াও ছবিতে রয়েছেন, মৈনাক বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, রেশমি সেন, রজত গঙ্গোপাধ্যায় এবং বিদীপ্তা চক্রবর্তী সহ অনেকেই । ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।
You must be logged in to post a comment.