ভারতের বাজারে মোবাইল ইন্টারনেট ব্যবহারে একপ্রকার রেনেসাঁস ঘটিয়েছিল রিলায়েন্স জিও। সমাজের প্রতিটি স্তরের মানুষের হাতে স্বল্পমূল্যে ডেটা ব্যবহারের সুযোগ করে দিয়ে দুনিয়াকে কার্যত যেন হাতের মুঠোয় এনে দিয়েছিল জিওর একাধিক সস্তার ডেটা প্লান।
রিলায়েন্স জিও -র jio 1 প্ল্যানটি একটি প্রিপেইড ভাউচার, যাতে গ্রাহকরা 4G ডেটা অফার উপভোগ করতেন। সম্প্রতি এই প্ল্যানটি সরিয়ে দিয়েছে জিও কোম্পানি। আর তাতেই যত বিপত্তি আর চূড়ান্ত হতাশ গ্রাহকরা। এমনই তথ্য প্রকাশ্যে এসেছে টেলিকম টকের একটি প্রতিবেদন থেকে।
জিও গ্রাহকদের জন্য সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছিল সংস্থা। যার দাম ছিল মাত্র এক টাকা। কিন্তু কোম্পানি এখন তার Jio 1 প্ল্যানটি বন্ধ করে দেওয়ায় এই প্ল্যানটি My Jio অ্যাপে বা কোম্পানির অফিসিয়াল সাইটে আর পাওয়া যাবে না।
এই প্ল্যানটি আসার পর থেকে জিও গ্রাহকরা যথেষ্টই উৎফুল্ল ছিলেন। কিন্তু কম্পানি হঠাৎ করে প্ল্যান তুলে নেওয়ায় Jio গ্রাহক দের মাথায় হাত।
Jio 1 প্ল্যান থাকা ওই বিভাগে মাত্র তিনটি প্ল্যান নথিভুক্ত করা হয়েছে। Jio 1559 প্ল্যান, Jio 395 প্ল্যান এবং Jio 155 প্ল্যান। তবে এই তিনটি প্ল্যান কেবল ডেটা প্ল্যান নয়, এই প্ল্যানগুলির সাথে ডেটা ছাড়াও ভয়েস কলিং এবং SMS এর সুবিধাও দেওয়া হচ্ছে।
আপনি যদি শুধুমাত্র ডেটা প্ল্যান চান, তাহলে আপনাকে রিলায়েন্স Jio -তে 4G ডেটা ভাউচার সহ সবচেয়ে সস্তা হল 15 টাকার রিচার্জ প্ল্যান যেখানে গ্রাহকরা 1 জিবি ডেটা উপভোগ করতে পারবেন। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে 25 টাকার প্ল্যান, যেখানে গ্রাহকরা 2 জিবি ডেটা পাবেন, 61 টাকার প্ল্যানে 6 জিবি ডেটা এবং 121 টাকার প্ল্যানে 12 জিবি ডেটা উপভোগ করতে পারবেন জিও গ্রাহকরা।