উদ্ধার হল ঝাড়খণ্ডের ইউটিউবার রিয়া ওরফে ঈষা কুমারী খুনে ব্যবহৃত নাইন এম এম পিস্তল ও গুলির খোল। জানা গিয়েছে, ঈষার স্বামী ও তার দেওর ও দুই বন্ধুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে খুনের স্থল বাগনানের মহিষরেখা এলাকায় তল্লাশি চালায় পুলিশ।সেখান থেকেই উদ্ধার হয় এগুলি। ঝাড়খন্ডের ইউটিউবার রিয়া কুমারী খুনের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল পুলিশ বাগনানের চন্দ্রপুর থেকে।
উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর বাগানের চন্দ্রপুরের কাছে ১৬নং জাতীয় সড়কে খুন হন ঝাড়খন্ডের ইউটিউবার রিয়া কুমারী। এই খুনের তদন্ত করতে পুলিশ এখনো পর্যন্ত ৪জনকে গ্ৰেপ্তার করেছে। গতকাল চন্দ্রপুরের কাছে তল্লাশি চালিয়ে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর এই এলাকায় শনিবার, রবিবার ও সোমবার এই তিনদিন ধরে তল্লাশি চলছিল । তল্লাশি চালাচ্ছিল জেলা ইনটেলিজেন্স বুরো ও বাগনান থানার পুলিশ । আজ সোমবার মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়। সেখানেই এদিন উদ্ধার হল একটি পিস্তল। খুবই সাবধানে পিস্তলটিকে তোলা হয়। পিস্তলটি একটি কালো প্ল্যাস্টিকের মধ্যে ছিল। পিস্তলটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত রীয়া কুমারীকে দুষ্কৃতীরা ছিনতাই করতে এসে গুলি করে মেরেছিল বলে পুলিশের কাছে জানিয়েছিল মৃতার স্বামী । তারপর পুলিশ তদন্ত করে মৃতার স্বামী সহ চারজনকে গ্রেপ্তার করে। সোমবার এই খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল পুলিশ ।