কেঁপে উঠল ঝাড়খণ্ড। শনিবার সকালে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ভূমিকম্প অনুভূত হল, যার মধ্যে তীব্রতা বেশি ছিল জামশেদপুরে। কম্পন অনুভব আতঙ্কিত হয়ে পড়েন জনতা। বাড়ি ছেরে বেরিয়ে আসেন রাস্তায়। তবে ভূমিকম্প তেমন একটা তীব্র মাত্রায় হয়নি, ফলে প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি কিছু হয়নি।
জানা গিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। জামশেদপুর, রাঁচী এবং চক্রধরপুরে আজ সকাল ৯.২০ নাগাদ কম্পন অনুভব করেছে জনতা। কেঁপে উঠেছে আরও কয়েকটি জেলা। কম্পনের উৎসস্থল ছিল খারসাওয়া জেলা থেকে ১৩ কিলোমিটার দূরে। ভূমিকম্প হালকা ছুঁয়েছে রাঁচীর কিছু এলাকাকেও। এছাড়া কেঁপে উঠেছে চক্রধরপুরের বেশ কয়েকটি জায়গা।