হেমন্ত সোরেনের গ্রেফতারি নিয়ে ইডির কাছে জবাব তলব ঝাড়খণ্ড হাইকোর্ট। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনে গ্রেফতারি তথা চম্পাই সোরেনের আস্থাভোটকে কেন্দ্র করে রাজ্যের হাওয়া এখন ভারী। তারই মাঝে জবাব তলব ঝাড়খণ্ড হাইকোর্টের। হেমন্ত সোরেনকে কেন গ্রেফতার করা হয়েছে, তা কেন্দ্রীয় তদন্তকারীদের কাছে জানতে চেয়েছে আদালত।
গত ২ ফেব্রুয়ারি হেমন্ত সোরেনকে গ্রেফতারির প্রতিবাদে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের সদস্য বিরোধী দলের সাংসদরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন। সাংসদদের হইহট্টগোলের জেরে অধিবেশনের কাজ ব্যাহত হয়। শেষ পর্যন্ত অশিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিরোধী দলের সাংসদরা।
এদিন বাজেট অধিবেশন শুরু হতেই হেমন্ত সোরেনের গ্রেফতারি নিয়ে সংসদে সরব হন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে সংসদে প্রশ্ন তোলেন। এমনকী ঝাড়খণ্ডের রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি দাবি করেন, হেমন্ত সোরেনের গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।