দেশ ব্রেকিং নিউজ

Jharkhand: রাজনৈতিক জল্পনার অবসান, শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন চম্পাই সোরেন

অবশেষে ঝাড়খন্ডে রাজনৈতিক জল্পনা শেষ করে শুক্রবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক দলের নেতা চম্পাই সোরেন। বৃহস্পতিবার বিকেলে তিনি সে রাজ্যের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন। এরপরই চম্পাইকে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়।

বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে বুধবার রাতে ইডির হাতে গ্রেফতার হন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। ইডি তাঁকে গ্রেফতার করার আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত।