দেশ ব্রেকিং নিউজ

মন্ত্রী–বিধায়ক করোনায় আক্রান্ত!‌

করোনাভাইরাসে আক্রান্ত ঝাড়খণ্ডের এক মন্ত্রী–এক বিধায়ক। তাই আগাম সুরক্ষা নিতে নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বুধবার ঝাড়খণ্ড রাজ্য সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‌ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজেকে কোয়ারেন্টিনে রেখেছেন। এখন মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশ নিষিদ্ধ। মঙ্গলবার প্রতিমন্ত্রী মিথিলেশ ঠাকুর করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর সংস্পর্শে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তাই নিভৃতে যাওয়া।’‌
তিনি নিজেই টুইটে লিখেছেন, মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী মিথিলেশ ঠাকুরজি এবং আমাদের দলের বিধায়ক শ্রী মথুরা মাহাতজি করোনাভাইরাসে আক্রান্ত। দু’‌জনেরই সরকারি হাসপাতালে চিকিত্‍‌সা চলছে। আগাম সুরক্ষা নিতে আজ থেকে আগামী কয়েকদিন আমি নিজেকে আইসোলেশনে রাখব। তবে গুরুত্বপূর্ণ সব কাজ আমি চালিয়ে যাব। সরকারি সূত্রে খবর, শীঘ্রই মুখ্যমন্ত্রীর নমুনা পরীক্ষা করা হবে। তাঁর আরও এক দলীয় বিধায়ক মথুরা মাহাত সম্প্রতি করোনায় আক্রান্ত হন। মুখ্যমন্ত্রী দু’জনেরই দ্রুত আরোগ্য কামনা করেন।
মিথিলেশ এবং মথুরা দু’জনেই রাজ্য সরকারি রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি রয়েছেন। হেমন্ত সোরেন বলেন, ‘‌আপনাদের আরও একবার যতটা সম্ভব ভিড় এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। মাস্ক পরাটা নিশ্চিত করুন এবং কাপড় দিয়ে নিজের মুখটা ঢেকে রাখুন। আবারও আপনাদের সামাজিক দূরত্বের কথা মনে করিয়ে দিচ্ছি, একে–অপরের হৃদয়ের কাছাকাছি থাকুন।’‌ হেমন্ত সোরেনের রিপোর্ট কী আসে, তা নিয়েই উদ্বিগ্ন ঝাড়খণ্ডের প্রশাসন।