প্রায় সাত ঘণ্টা ইডির ম্যারাথন জেরার পরে অবশেষে গ্রেফতার হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
জানা গিয়েছে, গ্রেফতারির আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাও দেন তিনি। তাঁর অবর্তমানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন। আজই আদালতে পেশ করা হবে হেমন্ত সোরেনকে। বুধবার গ্রেফতারির পরই ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি।
প্রসঙ্গত, জমি কেলেঙ্কারি মামলায় দিল্লি পুলিশ ও ইডি দফতরের আধিকারিকরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের খোঁজ পেতে মরিয়া হয়ে ওঠে।
সোমবার হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে চলে ইডির ম্যারাথন তল্লাশি। কেননা প্রায় দু দিন হয়ে গেলেও খোঁজ পাওয়া যাচ্ছিল না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। এদিন সাত সকালেই বাইরে থেকে ঘিরে ফেলা হয় গোটা বাড়ি। সোমবার দিনভর দিল্লির বাসভবন অভিযান চালিয়েও তাঁর নাগাল পায়নি কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। তারপরই হেমন্তের বিলাসবহুল BMW গাড়িটি বাজেয়াপ্ত করে ইডি। সেই সঙ্গে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর খোঁজে দিল্লি বিমানবন্দরে সতর্কতা জারি করে। এরপরেই হদিশ মেলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর।
সোমবার নিখোঁজ থাকার পর রাঁচির বাড়িতে ফিরেই দলের মন্ত্রী, বিধায়ক ও দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। পরবর্তীতে জানান, তিনি ইডি-র মুখোমুখি হতে প্রস্তুত।