চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স মেইন এবং নিট ইউজি’র পরীক্ষার নয়া দিনক্ষণ ঘোষণা করা হল। পরীক্ষার দিন ঘোষণা করল মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। মঙ্গলবার মন্ত্রক জানায়, জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা নেওয়া হবে ১৮–২৩ জুলাই এবং নিট হবে আগামী ২৬ জুলাই। নতুন তারিখটি ঘোষণা করেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। এই করোনা সংক্রমণ রুখতে লকডাউনের কারণে দু’টি পরীক্ষাই স্থগিত হয়ে রয়েছে।
তিনি জানান, ১৮ জুলাই থেকে ২৩ জুলাইয়ের মধ্যে হবে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা। গত এপ্রিলে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। করোনার কারণে দেশজুড়ে লকডাউন ঘোষিত হওয়ায় পরীক্ষা সেই সময় পিছিয়ে দেওয়া হয়। নিট ইউজি’র ২০২০ হওয়ার কথা ছিল ৩ মে। সেই পরীক্ষাও পিছিয়ে গিয়েছে। পোরখিয়াল এদিন জানান, নিট ইউজি’র পরীক্ষা হবে ২৬ জুলাই।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক আরও জানান, সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর স্থগিত থাকা পরীক্ষার নির্ঘণ্টও কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে। ট্যুইটার ও ফেসবুকে ওয়েবিনারের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রশ্নের জবাবও দেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। অন্যান্য পিছিয়ে যাওয়া পরীক্ষাগুলিও ১৫ জুনের পর যে কোনও সময় অনুষ্ঠিত হবে বলে ছাত্রছাত্রীদের জানিয়েছেন তিনি।
মন্ত্রকের অধীনস্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, পরীক্ষার্থীরা চাইলে নিজেদের পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের আবেদন জানাতে পারেন। পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র যদি নিজের বাসস্থান থেকে দূরবর্তী স্থানে হয়, তিনি আবেদন জানাতে পারবেন। তবে আবেদন জানানোর পর তা খতিয়ে দেখেই ব্যবস্থা নেওয়া হবে।
