দেশ ব্রেকিং নিউজ

স্থগিত জয়েন্ট এন্ট্রাস (মেইন)

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি এতটাই সঙ্গীন যে চলতি বছরেও পিছিয়ে দিতে হল সর্বভারতীয় পরীক্ষা। পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স (‌মেন)‌। করোনা সংক্রমণের কথা বিবেচনায় রেখেই পরীক্ষা স্থগিত করা হল। জানানো হয়েছে, নতুন সূচি পরে ঘোষণা করবে বোর্ড। এপ্রিল মাসের শেষে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরে কবে পরীক্ষা নেওয়া হবে, সেই সিদ্ধান্ত পরে জানানো হবে। পরীক্ষার অন্তত ১৫ দিন আগে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছে সংস্থা। এই ঘোষণায় ফের অনিশ্চয়তায় পরীক্ষার্থীরা।
রবিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক ঘোষণা করেন, এপ্রিল মাসেই হওয়ার কথা ছিল জয়েন্ট এন্ট্রাস (মেইন)–এর তৃতীয় পর্যায়ের পরীক্ষা। কিন্তু সারা দেশে নতুন করে আশঙ্কা সৃষ্টি করেছে করোনাভাইরাস। ছড়িয়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। যে কারণে আপাতত বাতিল হয়ে গেল এই পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়ে দিল, আগামী ২৭, ২৮, ৩০ এপ্রিল জেইই (মেন) পরীক্ষা বাতিল করা হল।
তবে তিনটি পর্যায়ের এই পরীক্ষার আগের দু’টি ইতিমধ্যেই গত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে সম্পূর্ণ হয়েছিল। নতুন তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত পরীক্ষার্থীদের আরও ভালো করে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে পরীক্ষক সংস্থা। এই ব্যাপারে ‘এনটিএ অভ্যাস অ্যাপ’–এ অনুশীলনের সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, ২০২০ সালেও একই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল সর্বভারতীয় পরীক্ষার আবেদনকারীদের। করোনা সংক্রমণের জেরে বারবার পিছিয়ে যাচ্ছিল পরীক্ষা। বিকল্প হিসেবে অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তবে ২০২১এর প্রথম দিকে সেই সংকটজনক পরিস্থিতি কাটে। ফলে ফেব্রুয়ারি ও মার্চ মাসে জয়েন্ট এন্ট্রান্স, নিট নেওয়া হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, ‘‌বর্তমান কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে আমি এনটিএ–কে পরীক্ষা স্থগিত রাখার পরামর্শ দিয়েছিলাম। পড়ুয়াদের সুরক্ষা এবং তাঁদের শিক্ষাগত ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করাই এখন আমাদের মূল লক্ষ্য।’‌