বাংলাদেশ

ভারত–বাংলাদেশের বৈঠকে উঠল তিস্তা

করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশেও করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ভারত। ওই টিকা চূড়ান্ত অনুমোদন পেলে বাংলাদেশেও তা উৎপাদনেরও প্রস্তাব দিয়েছে ভারত। বাংলাদেশ–ভারতের মধ্যে যৌথ পরামর্শ কমিশনের (জয়েন্ট কনসালটেটিভ কমিশন, জেসিসি) ভার্চুয়াল বৈঠকে ভারত ওই প্রস্তাব দেয়। তবে বৈঠকে ফের একবার তিস্তা জলবন্টনের বিষয়টি উঠে আসে।
বৈঠকে ভারতের পক্ষে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘‌ভ্যাকসিন আবিষ্কার, ট্রায়াল এবং তা চূড়ান্ত হওয়ার পর উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে আমরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতার অপেক্ষায় আছি।’‌ ভারত তার নিজস্ব ভ্যাকসিন ট্রায়ালের জন্য বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে।
ভার্চুয়াল বৈঠক শেষে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘‌অভিন্ন নদীর জলের সমস্যা সমাধান এবং সীমান্তে নিহতের সংখ্যা শূন্যে কমিয়ে আনতে বাংলাদেশ–ভারত সহমত হয়েছে। অন্যান্য অভিন্ন নদীর জলবণ্টনের সমাধান ছাড়াও তিস্তার জলবণ্টনের বিষয়টি দ্রুত সমাধানের উপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।’‌
ভারতের বিদেশমন্ত্রী জেসিসি বৈঠকে জানান, ভারতীয় বা বাংলাদেশির, যারই মৃত্যু হোক, তা দুঃখজনক। উভয়পক্ষই সীমান্তে অপরাধমূলক কাজ কমাতে চেষ্টা করবে। আগামী অক্টোবর বা নভেম্বর মাসে ভারতের স্বরাষ্ট্রসচিব বাংলাদেশ সফরে আসবেন।
আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর ভারত একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করবে। জেসিসি বৈঠকে ভারতের পক্ষ থেকে বাপু–বঙ্গবন্ধু ডিজিটাল জাদুঘরের ভিডিও দেখানো হয়েছে। এটি ভবিষ্যতে বাস্তবায়িত হলে এই দুই দেশ ছাড়াও বিশ্বের মানুষ বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধী এবং তাঁদের জীবন সম্পর্কে আরও জানতে পারবে।
ভিসা ইস্যুতেও আলোচনা হয়েছে জেসিসি বৈঠকে। ভারত তার প্রস্তাবিত এয়ার বাবল চুক্তির কথা বলেছে। কতগুলো ফ্লাইট, কোন কোন গন্তব্যে যাবে, সেসব বিষয়ে এখন দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ে যোগাযোগ হচ্ছে।