ব্রেকিং নিউজ রাজ্য

জয়নগর কাণ্ডে ফাঁসির সাজা নিম্ন আদালতে

জয়নগর খুন ও ধর্ষণের ঘটনায় দু’মাসের মধ্যে ফাঁসির সাজা দিল নিম্ন আদালত। ৬২ দিনের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ হল বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট ট্রাক কোর্টে। এই নিয়ে একটি টুইট করে নিজের প্রতিক্রিয়া জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী। টুইট করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

শুক্রবার বারুইপুরের আদালতে সাজা ঘোষণা হওয়ার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে একটু দীর্ঘ করে লিখলেন, “এই অসামান্য কৃতিত্বের জন্য আমি রাজ্য পুলিশ এবং প্রসিকিউশন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানাই। মহিলাদের বিরুদ্ধে অপরাধের প্রতি সরকারের জিরো টলারেন্স রয়েছে। ন্যায়বিচার যাতে বিলম্বিত না হয়, তা নিশ্চিত করতে হবে।”

তৃণমূল সাংসদ অভিষেক এই বিষয়ে অপরাজিতা বিলকে দ্রুত আইনে পরিণত করার কথাও ফের তুলেছেন। একইসঙ্গে তিনি লিখেছেন, “যৌন অপরাধের ক্ষেত্রে ন্যায়বিচার হতে হবে দ্রুত ও কঠোর! আজ, বারুইপুরের পকসো আদালত জয়নগরে নাবালিকা ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে। ৬২ দিনের মধ্যে অভূতপূর্ব রায় দিয়েছে।”