বিনোদন

সৃজিতের জন্মদিনে পাক্তনের শুভেচ্ছা

সৃজিত এবং জয়া আহসান। এক সময়ে তাদের সম্পর্ক নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। পরে সেই সম্পর্কে থেকে বের হয়ে পরিচালক বিয়ে করলেন বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে। এদিকে সৃজিতের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে মোটেও ভুল করেননি জয়া আহসান। নিজের ফেসবুক পেজে সৃজিতের সঙ্গে ছবি পোস্ট করে নিজের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ পরিচালককে শুভেচ্ছা বার্তা দিলেন জয়া।

শুভেচ্ছা বার্তায় জয়া লেখেন, ‘রুবিনা আর মৃন্ময়ী দেবী। একজন ছিন্ন দেশ আর পিষ্ট মনের এক প্রান্তিক দেহজীবিনী। আরেকজন সধবা থেকে বিধবা, আর কুহকে ভরা এক মহাজীবনের সাক্ষী। গাঢ় ও বর্ণাঢ্য রেখায় আঁকা আমার দুটি চরিত্র। আমার এ দুই অনন্য শিল্পযাপনের রচয়িতা সৃজিত মুখার্জি। শুভ জন্মদিন, সৃজিত।’

২০১৫ সালে প্রথমবার ‘জাতিস্মর’খ্যাত সৃজিত মুখার্জির ছবিতে কাজ করেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। সেই ছবির নাম ‘রাজকাহিনি’। সেখানে জয়ার চরিত্রের নাম ছিলো রুবিনা। এরপর এই জুটি আবারও ফিরে আসে ২০১৮ সালে ‘এক যে ছিলো রাজা’ ছবি দিয়ে। সেখানে জয়ার চরিত্রের নাম মৃন্ময়ী দেবী।