বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেই বিতর্কের ঢেউ আছড়ে পড়ল সংসদে। আর তা নিয়ে হইচই পড়ে গেল। বলিউডের বদনাম করতে উঠেপড়ে লেগেছেন এক দল মানুষ। এই পরিস্থিতিতে ফিল্ম ইন্ডাস্ট্রির রক্ষায় কেন্দ্রীয় সরকারের এগিয়ে আসা উচিত বলে রাজ্যসভায় মন্তব্য করলেন বর্ষীয়ান অভিনেত্রী এবং সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। এটা যে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নাম না করে একহাত নিলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন তা বলার অপেক্ষা রাখে না।
মঙ্গলবার রাজ্যসভার অধিবেশনের জিরো আওয়ারে সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘যখনই দেশে কোনও সংকট বা সমস্যা দেখা দেয়, বলিউড ইন্ডাস্ট্রি সদর্থকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এই শিল্প লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এই শিল্পের সঙ্গে জড়িত কিছু সদস্য দেশের সর্বোচ্চ করদাতাদের মধ্যে রয়েছেন।’
এদিন বিজেপি’র সাংসদ রবি কিষণের মন্তব্যেরও তীব্র নিন্দা করেন তিনি বলেন, ‘মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিকে অপমান করার ষড়যন্ত্র চলছে। এটা লজ্জার। কিছু মানুষ বলিউড ইন্ডাস্ট্রির বদনাম করার চেষ্টা করছেন। নাম নিতে চাই না, তবে আমি এমন এক অভিনেতার কথা শুনেছি, যিনি গতকাল ফিল্ম ইন্ডাস্ট্রির গায়ে গুরুতর অভিযোগের তকমা লাগিয়ে দিয়েছেন। আমি তাঁর মন্তব্যের তীব্র নিন্দা জানাই। এমন লোক আছেন, যে থালায় খান, সেই থালাতেই ফুটো করছেন।’
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বলিউডের মাদক যোগের বিষয়টি উঠে আসায় অভিনেতা–অভিনেত্রীদের বিরুদ্ধে আঙুল উঠেছে। বলিউডের মাদক যোগ নিয়ে সংসদে সরব হন রবি কিষান। তাঁর মন্তব্যের প্রতিক্রিয়াতেই জয়া এদিন কড়া ভাষায় থালা প্রসঙ্গ উত্থাপন করেন। বিজেপি’র সাংসদ রবি কিষাণ বলেন, ‘আমি দুঃখের সঙ্গে বলছি, আমার ফিল্ম ইন্ডাস্ট্রিও মাদকের কবলে পড়েছে। এনসিবি কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তবে আমি দোষীদের খুঁজে বের করতে এবং আমাদের দেশ থেকে এই সমস্যাকে নির্মূল করার জন্য সরকারকে আরও তদন্ত করার অনুরোধ করছি।’
এরপরই জয়া বচ্চন তীব্র ক্ষোভপ্রকাশ করে বলেন, বিনোদন জগতের মানুষদের সোশ্যাল মিডিয়ায় ভর্ত্সনার শিকার হতে হচ্ছে। যেসব লোকেরা এই ইন্ডাস্ট্রিতে এসেই নাম কামিয়েছেন, তাঁরাই এখন একে নর্দমা বলছেন। আমি এটার সঙ্গে একেবারেই সহমত নই। আশা করব, এই ধরনের লোকেদের এই ভাষা ব্যবহার বন্ধ করতে বলবে সরকার।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার সম্প্রতি কঙ্গনা রানাওয়াতকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে। তারপরই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমা বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। তিনি অভিযোগ করেছিলেন, ইন্ডাস্ট্রির ৯৯ শতাংশ মানুষই মাদকের সঙ্গে জড়িয়ে রয়েছেন। জেরার মুখে রিয়া বলিউডের একাধিক সেলেবের নাম নিয়েছেন। এইসব কিছু নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন অমিতাভ–ঘরণী।