বিনোদন ব্রেকিং নিউজ

বিশ্ব চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি জয়া আহসান

এবার কলকাতায় বিশ্ব চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জয়া আহসান। ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া’র আয়োজনে প্রথমবার কলকাতায় ‘বিশ্ব চলচ্চিত্র উৎসব’ আয়োজিত হবে। আর এই উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত জয়া আহসান।

জানা গিয়েছে, বিশ্ব চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক বিভাগের ৯টি সিনেমা থাকবে। এর মধ্যে রয়েছে মিসর, ইকুয়েডর, কাজাখস্তান, ব্রাজিল, পর্তুগাল, নেপাল ও ইরানের সিনেমা। ইন্ডিয়ান প্যানারোমা বিভাগে দেখানো বিভিন্ন রাজ্যের আটটি সিনেমা। শ্রীলঙ্কার তরুণ পরিচালক অশোক হান্দাগামার রেট্রোস্পেকটিভে দেখানো হবে তার বিখ্যাত ও বিতর্কিত সিনেমাগুলো।

অন্যদিকে ২৩ সেপ্টেম্বরই মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’। সিনেমাটির পরিচালনায় রয়েছেন মাহমুদ দিদার।

বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এপার বাংলাতেও সমান ভাবেই জনপ্রিয়। ২০১৩ সালে ‘আবর্ত’ দিয়ে শুরুর পর একে একে কাজ করেছেন পশ্চিমবঙ্গের প্রথম সারির প্রায় সব নির্মাতার সঙ্গে। উৎসবটি শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে। নন্দনে এই চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া’র সর্বভারতীয় সভাপতি ও পরিচালক কিরণ সান্তারাম। জয়া আহসান ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পরিচালক আবু সাইয়িদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি উপস্থিত থাকবেন। এছাড়াও সেখানে উপস্থিত থাকবেন ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া’র সভাপতি ভি কে জোসেফ, পরিচালক অতনু ঘোষ, অভিনেত্রী গার্গী রায় চৌধুরী প্রমুখ।