Manipur was shaken by the explosion. Three Assam Rifles personal were killed in the terrorist attack.
দেশ ব্রেকিং নিউজ

জঙ্গি হামলায় কেঁপে উঠল মণিপুর

বিস্ফোরণে কেঁপে উঠল মণিপুর। মণিপুরে সন্ত্রাসবাদী হামলায় শহিদ হলেন তিন জওয়ান। আইইডি বিস্ফোরণে প্রাণ গিয়েছে অসম রাইফেলসের তিনজন কর্মীর। আহত হয়েছেন আরও পাঁচজন। প্রাথমিক অনুমান মণিপুরের চান্ডেল জেলার মায়ানমার সীমান্তের কাছে আগে থেকেই ওত পেতে বসেছিল জঙ্গিরা। অসম রাইফেলসের ১৫ জন জওয়ান টহল দিতে যেতেই হামলা চালায় তারা। এই হামলার ঘটনায় সন্দেহ করা হচ্ছে পিপলস লিবারেশন আর্মির হাত রয়েছে।
সেনাবাহিনী সূত্রে খবর, বৃহস্পতিবার মায়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা। এরপর সেনাবাহিনীকে লক্ষ করে চালাতে থাকে এলোপাথাড়ি গুলি। পালটা গুলি ছোঁড়েন জওয়ানরাও। দু’‌পক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়। গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় অসম রাইফেলসের অন্তত তিন জওয়ানের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হামলাকারীরা প্রথমে একটি আইইডি বিস্ফোরণ ঘটায় তারপর গুলি চালায়। ঘটনার সঙ্গে সঙ্গেই মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার দূরে মায়ানমার সীমান্তে পাঠানো হয়েছে অতিরিক্ত সহযোগীতা। খবর পেয়েই ইম্ফল থেকে ১০০ কিমি দূরে ঘটনাস্থলে গিয়েছে বিরাট বাহিনী। স্থানীয় কোনও সন্ত্রাসবাদী সংগঠনই এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি কোনও সন্ত্রাসবাদী সংগঠন।
সূত্রের খবর, উত্তর–পূর্ব সীমান্তের এই সংগঠন পিএলএ’‌র সঙ্গে চিনের আঁতাত রয়েছে বলে মনে করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, ওই অংশে স্বাধীনতার পর থেকে প্রায় ৭৫০ জন অসম রাইফেলের কর্মী শহিদ হয়েছেন। এই বছরই এনআইএ ৬ পিএলএ জঙ্গির বিরুদ্ধে অসম রাইফেলের উপর হামলা চালানোর অভিযোগে চার্জশিট এনেছিল।