ত্রিপুরাকে ‘করোনামুক্ত’ বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তার পর একজন অ্যাম্বুলেন্স চালকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাঁর চিকিৎসা হচ্ছে শিলিগুড়িতে। শুক্রবার পর্যন্ত করোনামুক্তই ছিল ত্রিপুরা। কিন্তু আচমকা যেন ছবিটা বদলে গেল। আর এমন বদলালো যাতে কপালে ভাঁজ পড়ল ত্রিপুরা প্রশাসনের। এখন তা থেকে নিস্তার পাওয়া কার্যত কঠিন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের অম্বাসায় বিএসএফের একটি ইউনিটে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এবার আরও ১২ জন জওয়ানের রিপোর্ট পজিটিভ আসে। ফলে এক ধাক্কায় ১৪ জন জওয়ান কোভিড ১৯–এ আক্রান্ত হলেন ত্রিপুরায়। সবাই ওই একটি ইউনিটেরই। রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, আতঙ্কিত হবেন না। কীভাবে এই বিএসএফের ইউনিটে করোনার সংক্রমণ এল, সেটাই খুঁজে বের করার চেষ্টা করছে ত্রিপুরা সরকার। ওই ইউনিটটিকে সিল করে দেওয়া হয়েছে।
গত সপ্তাহে আরও একজনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়। তবে তাঁর শারীরিক পরীক্ষার রিপোর্ট ত্রিপুরা সরকারের হাতে আসার আগেই ওই অ্যাম্বুলেন্স চালক ত্রিপুরা ছেড়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যান। তাঁকে পশ্চিমবঙ্গের ধুপগুড়িতে আটক করা হয়। বর্তমানে তিনি শিলিগুড়ির কোভিড হাসপাতালে চিকিৎসাধীন।