বিনোদন ব্রেকিং নিউজ

Jawan Movie: পদ্মাপারেও ‘জওয়ান’ -এর জয়জয়কার!

জওয়ানের রমরমা। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মুক্তির দিন জওয়ান ভারতের বাজারে ব্যবসা করেছিল ৭৫ কোটির। যার মধ্যে ৫.৫ কোটি এসেছিল তামিল থেকে ও ৪ কোটি তেলেগু থেকে। তবে শুক্রবার খানিকটা কমেছিল আয়। টাকার অঙ্ক ছিল ৫৩.২৩ কোটি। শনিবার ফের রেকর্ড টিকিট বিক্রি হয়েছে জওয়ানের।

প্রাথমিক রিপোর্ট বলছে, ৭৪.৫ কোটি আয় করল শাহরুখ খানের জওয়ান। যার মধ্যে তামিলে ৫ কোটি, আর তেলেগুতে ৩.৫ কোটি। অর্থাৎ হিন্দিতে ৬৬ কোটি। আর ৩ দিনের আয় মিলিয়ে হয়েছে ২০২.৭৩ কোটি। যার মধ্যে হিন্দির জন্য আয় হয়েছে ১৭৭.৭৩ কোটি। ও তামিলের জন্য ১৪.৩৭ কোটি ও তেলেগুতে ১০.৬৩ কোটি। আর বিশ্ববাজারের হিসেব ধরলে জওয়ানের ৩ দিনের আয় প্রায় ৩৫০ কোটি।

শুধুমাত্র ভারতেই নয় জওয়ানের জয় গান এবার বাংলাদেশেও।জওয়ান নিয়ে উন্মাদনা তুঙ্গে বাংলাদেশে শাহরুখ-ভক্তদেরও। সে দেশে শাহরুখের ছবির ডিস্ট্রিবিউটর অনন্য মামুন জানালেন, ৪৮ টি সিনেমা হলে ২৩৭ টি শো রয়েছে সিনেমাটির। এই পরিসংখ্যানের মধ্যে রয়েছে সিঙ্গেল স্ক্রিনও।