বিনোদন ব্রেকিং নিউজ

একের পর এক রেকর্ড ভাঙছে ‘জওয়ান’

জওয়ান মুক্তি পাওয়ার পর থেকেই একটার পর একটা রেকর্ড গড়ে চলেছে। শাহরুখের ছবি যেন নিজেই নিজের রেকর্ড ভাঙার পণ করে বসে আছে!

একের পর এক রেকর্ড ভাঙছে ‘জওয়ান’। বক্সঅফিসে প্রথম দিনেই ৬ দিনেই বিশ্বজুড়ে সাড়ে ৬৫০ কোটি টাকা তুলে নিয়েছে। এবার ‘জওয়ান’ ছবির গান ‘ছালেয়া’ নতুন রেকর্ড গড়েছে। এবার স্পটিফাই ইন্ডিয়াতে রোমান্টিক নম্বর হিসেবে রেকর্ড গড়ল ‘ছাল্লেয়া’। গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও।

জানা গিয়েছে, ১১ সেপ্টেম্বর পর্যন্ত গানটি স্পটিফাই ইন্ডিয়াতে ২০ লক্ষ বার বাজানো হয়েছে। গোটা দেশের তালিকায় গানটি এক নম্বরে উঠে এসেছে। ১২ সেপ্টেম্বর এই সংখ্যাটি ২৩ লক্ষ, তারপরের দিন ২৪ লক্ষতে গিয়ে পৌঁছেছে। গ্লোবাল রেটিংয়ে ২৭তম স্থান নিশ্চিত করে ফেলেছে ‘ছাল্লেয়া’। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে ছবির গানে বানানো নানা ধরনের রিল ভিডিয়ো।

অ্যাকশন, রোমান্সে, সামাজিক বার্তার মিশেলে এই ছবির গল্প ও পরিচালকের আসনে বাজিমাত করেছেন অ্যাটলি। এই ছবিতে শাহরুখ খান ছাড়াও নয়নতারা, বিজয় সেতুপতি আছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। অন্যান্য চরিত্রে সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা, প্রমুখ আছেন। অ্যাটলির এই ছবিতে বিশেষ চরিত্রে দীপিকা পাড়ুকোনকে দেখা যাচ্ছে।