এবার ফের জম্মু ও কাশ্মীরে শহিদ সেনা জওয়ান। পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে বিস্ফোরণে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক সৈনিক। আহত আরও এক জওয়ান। এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। বিষয়টি সর্বোচ্চ স্তরে জানানো হয়েছে। জঙ্গিদের রেখে যাওয়া বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
সেনাবাহিনী সূত্রে খবর, শনিবার পুঞ্চে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন কৃষ্ণা ঘাঁটি সেক্টরে এক অভিযানের সময় বিস্ফোরণ ঘটে। ফলে মৃত্যু হয় কৃষ্ণ বৈদ্য নামের এক জওয়ানের। গুরুতর আহত হয়েছেন আরও এক সৈনিক। তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। হেলিকপ্টারে শহিদ জওয়ানের দেহ মেন্ধারের হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নতদন্তের পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
সূত্রের খবর, কৃষ্ণা ঘাঁটিতে সক্রিয় রয়েছে পাকিস্তানের ব্যাট বা ‘বর্ডার অ্যাকশন টিম’। পাক কমান্ডো ও জঙ্গিদের নিয়ে তৈরি হয় এই টিম। কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে প্রায়ই ‘ব্যাট’ জওয়ানদের হামলার নির্দেশ দেয় পাকিস্তান। ২০১৯ সালে কেরান সেক্টরে ভারতীয় জওয়ানদের সঙ্গে লড়াইয়ে নিহত হয় ৭ ব্যাট সদস্য। বিদেশেই পড়ে থাকে তাদের নিথর দেহ।
উল্লেখ্য, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকেই সেখানে সন্ত্রাস ছড়ানোর মরিয়া চেষ্টা করছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর ভয়ে সরাসরি সংঘাতে না গিয়ে জঙ্গিদের মদতে ছায়াযুদ্ধ চালাচ্ছে পড়শি দেশ পাকিস্তান। এই পরিস্থিতিতে ভারতও সন্ত্রাস দমনে সেনা অভিযান বাড়িয়ে দিয়েছে। গত জুন মাসেই কাশ্মীরে লস্করের আরও এক কমান্ডার নাদিম আবরার-সহ দুই জঙ্গিকে নিকেশ করে সেনাবাহিনী। কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা ও হত্যার একাধিক ঘটনায় জড়িত ছিল সে।
You must be logged in to post a comment.