এবার ভোট শুরুর আগেই চাঞ্চল্য। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় ভোট কেন্দ্র থেকে উদ্ধার সিআরপিএফ জওয়ানের ঝুলন্ত দেহ। সূত্রের খবর, ভোটের ডিউটিতে পাথরপ্রতিমায় এসেছিলেন তিনি। এটা আত্মহত্যা না খুন তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনার পেছনে কোনওরকম রাজনীতি আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, গুরুদাসপুর হাইস্কুলে অস্থায়ী ক্যাম্পে ডিউটিতে আসা জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে ডিউটি শুরু হতেই খোঁজ পড়ে ওই জওয়ানের। তখন সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করতেই দোতলায় স্কুলের ঘর থেকে উদ্ধার হয় ওই জওয়ানের ঝুলন্ত দেহ। মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, আপাতভাবে ভোটের সঙ্গে এই আত্মহত্যার কোনও যোগ নেই।
দ্বিতীয় দফার ভোট ঘিরে অশান্ত বাংলা। নন্দীগ্রামে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। জানা যাচ্ছে, মৃতের নাম উদয়শংকর দোবে। তিনি বিজেপি কর্মী বলে দাবি করা হয়েছে। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এবার হিংসা রুখতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের মুখে পুলিশ প্রশাসনে একঝাঁক বদল করা হয়েছে। ভোটের দিন ঘোষণার আগেই এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।