দেশ ব্রেকিং নিউজ

রাষ্ট্রপতি ভবনে আত্মঘাতী জওয়ান

ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল রাষ্ট্রপতি ভবনে। কিছুদিন আগে করোনার থাবা পড়েছিল রাইসিনা হিলসে। এবার রাষ্ট্রপতি ভবনে আত্মহত্যা করেছেন এক সেনা জওয়ান। তা নিয়ে এখন জোর শোরগোল পড়ে গিয়েছে। কারণ এখানে সেনা জওয়ানের আত্মহত্যা করার অর্থ তা সরকারের বিপরীতে যাওয়া। যদিও এখনও পর্যন্ত সেরকম কিছু জানা যায়নি।
জানা গিয়েছে, এই জওয়ানের নাম তেক বাহাদুর থাপা। তিনি নেপালের তিখায়ানের বাসিন্দা। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন?‌ এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পুলিশ কর্তাদের মধ্যে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে পুলিশ কোনও সুইসাইড নোট পায়নি। গোর্খা রাইফেলসের বারাকে এদিন এই জওয়ানের ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা। সাউথ অ্যাভিনিউ পুলিশ স্টেশন তদন্তে নেমেছে। বুধবার ভোর চারটে নাগাদ নিজের ঘরের সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এই জওয়ান। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।
সূত্রের খবর, ওই জওয়ান কোমরে ব্যথা এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। সেনা জওয়ানের ঝুলন্ত দেহটি দেখতে পেয়ে অ্যালার্ম বাজান। তার পরই রাইসিনা হিলসে হইচই পড়ে যায়। বারাকের সি কমপ্লেক্সে এই জওয়ানের আত্মহত্যার তদন্তের জন্য ইতিমধ্যে দিল্লি পুলিশের একটি দল রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছে। জওয়ানের বাড়িতে খবর দেওয়া হয়েছে।