আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারেন

জাপানে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। কারণ পদত্যাগ করতে চলেছেন জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো। শুক্রবার এই খবর জানিয়েছে সে দেশের জাতীয় সংবাদমাধ্যম এনএইচকে। সেখানে দাবি করা হয়েছে, শারীরিক অসুস্থতার কারণেই পদ থেকে সরে যেতে চাইছেন শিনজো। সম্প্রতি দু’‌বার হাসপাতালে যেতে দেখা গিয়েছিল জাপানের প্রধানমন্ত্রীকে।
জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে আলসারেটিভ কোলাইটিসের কারণে অসুস্থ ছিলেন প্রধানমন্ত্রী শিনজো। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর এক ঘনিষ্ঠ সহযোগী সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়তো মেয়াদ পুরো করবেন না। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থাকার কথা রয়েছে শিনজোর। তবে অসুস্থতার কারণে তার আগেই সরে যেতে চাইছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালীন শারীরিক কারণে ২০০৭ সালে পদত্যাগ করেছিলেন আবে শিনজো। ২০১২ সালে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি। চলতি সপ্তাহেই সবচেয়ে বেশি সময় পদে থাকা জাপানের প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড করেন ৬৫ বছরের শিনজো। প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে উল্লেখযোগ্য ভাবে মজবুত বানিয়েছেন আবে শিনজো।
যদিও জাপানের শাসকদল এলডিপি’‌র পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর নস্যাৎ করা হয়েছে। এমনকী কাছাকাছি কোনও নির্বাচন হচ্ছে না বলেও দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিন্তু দেশে আবে শিনজোর পদত্যাগ করতে পারেন খবরে টোকিওতে হইচই পড়ে গিয়েছে। পাশাপাশি জোর জল্পনা শুরু হয়েছে পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে পারেন, তা নিয়েও।