এবার চাঁদের উদ্দেশ্যে মহাকাশযান পাঠাতে যাচ্ছে জাপান। চাঁদের দক্ষিণাঞ্চলে ভারতের ‘চন্দ্রযান-৩’ সফলভাবে অবতরণ করতে না করতেই এমন ঘোষণা এল।
জানা গেছে, আগামী রোববার (২৭ আগস্ট) সকালে দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে এইচ-২ নামের রকেটটি চাঁদের উদ্দেশ্যে রওনা করবে। সঙ্গে নিয়ে যাবে একটি উন্নত ইমেজিং স্যাটেলাইট ও লাইটওয়েট ল্যান্ডার। আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে মহাকাশযানটি চাঁদে নামবে বলে আশা করা হচ্ছে।
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) কাছে এই চন্দ্রাভিযানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর আগে বেশ কয়েকবার ব্যর্থতার পরিচয় দিয়ে ইমেজ সংকটে পড়েছে সংস্থাটি।
এর আগে, গত ২৩ আগস্ট চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩। এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়েছে প্রতিবেশী দেশটি। তবে এর কয়েক দিন আগে চাঁদের একই অঞ্চলে মহাকাশযান পাঠায় রাশিয়া। কিন্তু তাদের সেই অভিযান ব্যর্থ হয়।