আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

Japan: প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

পশ্চিম জাপানের নারা শহরে শিনজো আবেকে লক্ষ্য করে গুলি করে খুনের অভিযোগ উঠল।

সূত্র মারফত জানা গিয়েছে, জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ প্রচার কর্মসূচিতে বক্তৃতা দেওয়ার সময় শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।  তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে খবর।কয়েক ঘণ্টা পরই মৃত্যু হয় তার।

মিডিয়া রিপোর্টে থেকে জানা গেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা রাখছিলেন। ঠিক সেই সময়ে তাঁকে পড়ে যেতে দেখা যায়।  স্থানীয় এনএইচকে প্রতিবেদক এমন কিছু শুনেছেন যা বন্দুকের গুলির মতো । আবের শরীর থেকে রক্তপাত হতেও তিনি দেখেছেন। অন্য একটি জাপানি মিডিয়া হাউস কিয়োডো জানিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেই মনে হচ্ছে।

আগামী রবিবার পশ্চিম জাপানের নারা শহরে সংসদের উচ্চকক্ষের নির্বাচনের প্রচার চালাচ্ছিলেন আবে। ঠিক সেই সময়ে  রক্তাক্ত অবস্থায় তাঁকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। ইতিমধ্যেই সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ওই ধৃত ব্যক্তি কেন এমন হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়।