বিজ্ঞান-প্রযুক্তি

জানুয়ারি মাস ৬২ বছরের মধ্যে উষ্ণতম

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি মাস দেশে গত ৬২ বছরের মধ্যে উষ্ণতম। অথচ, ফেব্রুয়ারি মাসের সকালেও শীত রয়েছে। গত জানুয়ারি মাসে শীত কিছুটা বেশি থাকলেও এ বছর জানুয়ারি মাসের গড় তাপমাত্রা গত ৬২ বছরের জানুয়ারি মাসের গড় তাপমাত্রার তুলনায় বেশি।

আবহাওয়া দপ্তর (আইএমডি) পরিসংখ্যান দিয়ে তা দেখিয়েছে, ২০২১ সালের জানুয়ারি ৬২ বছর পর উষ্ণ হয়েছে। ১৯৫৮ সালের পর এই প্রথম উষ্ণ জানুয়ারি পার করলো দেশ।

দক্ষিণ ভারতে এ বছরের জানুয়ারি ১২১ বছরের মধ্যে উষ্ণতম। ২০২১ সালের জানুয়ারিতে দক্ষিণ ভারতে গড় তাপমাত্রা ২২.৩৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯১৯ সালে তা ছিল ২২.১৪ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালে তা ছিল ২১.৯৩ ডিগ্রি সেলসিয়াস।

মধ্য ভারতেও গড় তাপমাত্রা বেড়ে গেছে। ৩৮ বছর পর তা আবার উষ্ণতম। ১৯৮২ সালে মধ্য ভারতে গড় তাপমাত্রা ছিল ১৪.৯২ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালে এসে তা হয়েছে ১৪.৮২ ডিগ্রি সেলসিয়াস।

তবে ১৯১৯ সালের জানুয়ারি ছিল সবচেয়ে উষ্ণ। ১৫ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা নিয়ে এখন পর্যন্ত উষ্ণতম ১৯১৯ সালের জানুয়ারি।