ব্রেকিং নিউজ রাজ্য

১৭ জানুয়ারি গোয়া সফর অভিষেকের

গোয়া সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই খবর জানা গিয়েছে যে আগামী ১৭ জানুয়ারি গোয়া সফরে যাচ্ছেন তিনি । গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে দলের প্রচার সারতে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে অভিষেকের এই গোয়া সফর ।

তৃণমূল সূত্রে খবর,এবারের সফরে দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে প্রার্থীপদ নিয়ে বৈঠক সারবেন তিনি । তারপর প্রকাশ করা হবে প্রার্থী তালিকা । সুত্রের খবর, গোয়ায় তৃণমূল তার জোটসঙ্গীকে মোট ৮টি আসন ছেড়ে লড়াই করার পরিকল্পনা নিয়েছে। তবে ২০ তারিখের আগেই রাজ্যে ফিরবেন অভিষেক। ২০ তারিখ তাঁর সংসদীয় এলাকায় করোনা পরিস্থিতি নিয়ে একটি রিভিউ মিটিং রয়েছে বলে জানা গিয়েছে। সেই মিটিং এ অংশ নিতে২০ জানুয়ারির আগেই রাজ্যে ফিরবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে গোয়ায় ভোটের ময়দানে কোমর বেঁধে লড়াই করতে নেমেছে তৃণমূল। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এর সে রাজ্যে অবাধ যাতায়াত । সে রাজ্যে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছারা আরও অনেকে। গোয়া তৃণমূলের প্রচার অভিযানের আয়োজন চলছে। এ বার শেষ মুহূর্তের প্রস্তুতি সরেজমিনে দেখতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, ৯ জানুয়ারি, রবিবার গোয়া যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু করোনা পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে তাঁর সেই সফর বাতিল করা হয়। সেই সফরে তিন-চারদিন গোয়া থাকার কথা ছিল অভিষেকের। বেশ কিছু কর্মসূচিও ছিল।