দেশ ব্রেকিং নিউজ

প্রয়াত জামশেদ জিজি ইরানি

প্রয়াত হলেন ভারতের অন্যতম শিল্পপতি জামশেদ জিজি ইরানি। সোমবার রাত ১০টা নাগাদ জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দেশের গোটা শিল্পমহল ইরানির মৃত্যুতে শোকস্তব্ধ। ১৯৯৭ সালে নাইটহুড সম্মান পান ভারতের ‘স্টিল ম্যান’ ইরানি। ২০০৭ সালে তাঁকে পদ্মভূষণ সম্মান এবং ২০০৮ সালে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার দেওয়া হয় ভারত সরকারের তরফে।

পদ্মভূষণ জামশেদ জি-র মৃত্যুতে সংস্থা টাটা স্টিল শোক প্রকাশ করে টুইট করে লিখেছে, “পদ্মভূষণ জামশেদ জে ইরানির প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ভারতের ‘স্টিল ম্যান’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। তাঁর পরিবার এবং নিকটজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে সংস্থা টাটা স্টিল।”

১৯৩৬ সালের ২ জুন মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন জামেশদ জিজি ইরানি। শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ধাতুবিদ্যায় স্নাতকোত্তর করেন তিনি। এরপর ধাতুবিদ্যায় গবেষণা শেষ করে ১৯৬৩ সালে বিদেশে কর্মজীবন শুরু করেন। ১৯৬৮ সালে ভারতে ফিরে এসে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে যোগ দেন । ১৯৭৮ সালে জেনারেল সুপারিনটেনডেন্ট, ১৯৭৯ সালে জেনারেল ম্যানেজার এবং ১৯৮৫ সালে টাটা স্টিলের প্রেসিডেন্ট হন জামশেদ ইরানি। ২০১১ সাল পর্যন্ত টাটা স্টিলের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি। ২০১১ সালে অবসর নেন জিজি ইরানি।