দেশ ব্রেকিং নিউজ

Jammu Tunnel: ধূপগুড়ির ৫ শ্রমিক নিখোঁজ

জম্মু ও কাশ্মীরের রাম্বনে টানেলের মধ্যে নিখোঁজ ৫ জন শ্রমিক। পাঁচজনই ধুপগুড়ির বাসিন্দা বলে জানা যাচ্ছে। তার মধ্যে ধূপগুড়ির সুধীর রায়ের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের রাম্বনের ডেপুটি কমিশনার মুসরত ইসলাম।

ধূপগুড়ি থেকে কিছু শ্রমিক জম্মু ও কাশ্মীরের রাম্বনে টানেলের কাজে যান। গতকাল রাত ১১ টা নাগাদ ধস নেমে বেশ কয়েক জন টানেলে আটকে পড়েন। তাদের মধ্যে ধূপগুড়ি থানা এলাকার ৫ জন শ্রমিক রয়েছেন বলে খবর। শ্রমিকদের মধ্যে গধেয়ার কুঠি অঞ্চলের চরচরা বাড়ি এলাকার ৩ জন এবং মাগুরমারী- ২ জিপি পশ্চিম মল্লিকপাড়া এলাকার ২ জন ব্যক্তি রয়েছেন বলে সূত্রের খবর।

তাদের মধ্যে এ পর্যন্ত চরচড়া বাড়ির সুধীর রায়ের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে টেলিফোনে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের ডেপুটি কমিশনার মুসরত ইসলাম। বাকি চার জন এখনও নিখোঁজ। তারা হলেন, পরিমল রায় (৩৫) পিতা মৃত স্বর্না কান্ত রায়, দীপক রায় (৩০) পিতা ক্ষীরপ্রোসাদ রায়, যাদব রায় (২৩) পিতা দীনেশ রায়, গৌতম রায় (২২) পিতা ভানুদেব রায়।

এ বিষয়ে ধুপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, ‘আমরা বিষয়টি নজর রাখছি এবং আশা প্রকাশ করছি সবাই সুস্থ মত বাড়ি ফিরে আসবেন। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত এ খবর শোনা মাত্রই ধুপগুড়িতে নিখোঁজ শ্রমিক পরিবারদের সাথে দেখা করেন। তিনি বলেন, এমন একটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’